Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০ জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনায় সু-নির্দিষ্ট বিধানবলী সম্বলিত উপ-আইন নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পরবর্তীতে প্রয়োজন বোধে উপ-আইন সংশোধনে নিবন্ধন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সরকারী কর্মসূচীর আওতায় বৃত্তহীন ভূমিহীন এবং আশ্রয়নহীনদের দারিদ্র বিমোচনের লক্ষে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য ৩০০/- (তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়।

দারিদ্র বিমোচনের জন্য স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩,০০০/- (তিনহাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০,০০০ (এক কোটি) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে।

সমবায় সমিতি অডিট, পরিদর্শন, বিরোধ নিস্পত্তি ও অবসায়ন

সমিতির ব্যবস্থাপনা কমিটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে উপজেলা সমবায় কর্মকর্তা/প্রয়োজনীয় ক্ষেত্রে জেলা সমবায় কর্মকর্তা অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন।

জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বার্ষিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

সমিতিতে সাংগঠনিক যে কোন অনিয়ম হলে জেলা সমবায় কর্মকর্তা পরিদর্শন বা তদন্তের মাধ্যমে নিস্পত্তি করেন/এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রাথমিক সমবায় সমিতির নির্বাচনসহ যে কোন সৃষ্ট বিরোধ জেলা সমবায় কর্মকর্তার নিকট দায়ের করা হলে তিনি বা নিযুক্ত সালিশকারী ন্যায়-বিচার, সততা ও সুবিবেচনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে রায় প্রদান করবেন। এ রায়ে কেহ সংযুক্ত হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (বিচার) এর নিকট আপিল করতে পারেন। আপিলের সাথে ১০০/- (একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে। এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

১০

প্রাথমিক সমবায় সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিটিকে অবসায়নে ন্যস্ত করতে পারেন। আবার সদস্যগণ পুনরায় সমিতি পরিচালনায় আগ্রহী হলে জেলা সমবায় কর্মকর্তা অবসায়নের আদেশ প্রত্যাহার করতে পারেন। এ ব্যাপারে উপজেলা সমবায় কার্যালয় থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।