উপজেলা সমবায় কার্যালয়, বরিশাল সদর, বরিশাল এর আওতাধীন
কর্মকান্ডের সাধারণ তথ্যাদির চুম্বক অংশ।
বরিশাল সদর উপজেলায় কর্মরত সমবায় বিভাগের জনবল, নতুন নতুন কৌশল বাস্তবায়নের লক্ষ্যে এবং সমবায় বিভাগের সেবা জনগনের দোড়গোরায় পৌছে দিতে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ লক্ষ্যে সমবায় সমিতির নিবন্ধন সহজীকরণ, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, হতদরিদ্র আশ্রয়হীন লোকজনকে আশ্রয়ন প্রকল্পে ঋণ বিতরণের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। এছাড়াও ভ্রামমান প্রশিক্ষণসহ শের-ই- বাংলা আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট, কাশিপুর, বরিশাল ও বাংলাদেশ সমবায় একাডেমী, কুমিল্লায়, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে সমবায়ীদের প্রেরণের ব্যবস্থা করে দক্ষ ও আত্ননির্ভরশীল করে তোলার চেষ্টা চলমান। নিম্নে ধারাবাহিকভাবে অত্র অফিসের জনবল ও সামগ্রিক কর্মকান্ডের হালনাগাদ তথ্যাদির চুম্বক অংশ তুলে ধরা হলোঃ
১। জনবলঃ
ক্রঃ নং |
পদের নাম |
মুঞ্জুরীকৃত পদ |
কর্মরত পদ |
শূন্যপদ |
০১ |
উপজেলা সমবায় অফিসার |
০১ |
০১ |
- |
০২ |
সহকারী পরিদর্শক |
০২ |
০২ |
- |
০৩ |
অফিস সহকারী |
০১ |
০১ |
- |
০৪ |
অফিস সহায়ক |
০১ |
০১ |
- |
এছাড়াও বর্তমানে ২ জন সহকারী পরিদর্শক সপ্তাহে ২ দিন করে অতিরিক্ত দায়িত্বপালণ করে আসছে।
২। সমিতির প্রকার, সংখ্যা ও কাযকরী মুলধনঃ
ক্রঃ নং |
সমিতির প্রকার |
সমিতির সংখ্যা |
কাযকরী মুলধনঃ |
০১ |
কেন্দীয় সাধারণ |
০৫ |
১৪৫.০৭ |
০২ |
কেন্দীয় বিআরডিবি |
০২ |
২৫১.১৭ |
০৩ |
প্রাথমিক সাধারণ |
৩৬২ |
৪১৪৫.৫৩ |
০৪ |
প্রাথমিক বিআরডিবি |
১৪৮ |
৯০.১৯ |
০৫ |
এলজিইডি (পাবসস) |
০৬ |
৩১.৬৭ |
০৬ |
আশ্রয়ণ/আশ্রয়ন-২ |
০৫ |
৭.৯৮ |
০৭ |
কাল্বব ভুক্ত সমায় সমিতি |
০৬ |
২১৫.১৫ |
০৮ |
সমবায় ব্যাংক ভুক্ত |
- |
- |
০৯ |
জমি বন্ধকী ব্যাংক |
০১ |
২৪৩.৯৫ |
১০ |
ইউনিয়ন বহুমুখী |
০৫ |
৩.৩৯ |
১১ |
কৃষি সমবায় সমিতি |
১৮ |
৫৯.১৮ |
মোটঃ |
৫৫৮ |
৫১৯৩.২৮ |
৩। সেবা সমূহঃ
সমবায় সমিতি নিবন্ধনের আবেদন গ্রহণ।
ডিসপুট মামলা গ্রহণ ও নিসস্পত্তি করার ব্যবস্থাকরণ।
সমবায় সমিতির বার্ষিক অডিট বরাদ্দ ও অডিট সম্পাদন করণ।
সমবায় সমিতি সমূহের তদাকরী ও মনিটরিং করণ।
সমবায় সমিতি সমূহের গণতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করণ।
সমবায় সমূহকে উৎপাদনমূখী কর্মকান্ডে উদ্ধুদ্ধ করণ।
সমবায় সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।
ওয়েব পোর্টালের মাধ্যমে সমবায় সমূহের তথ্য সংরক্ষণ ও প্রদর্শন।
সমবায় সমূহের বিনিয়োগ প্রস্তাব অনুমোদনের ব্যবস্থা গ্রহন।
সমবায়ের উপ-আইন সংশোধনের ব্যবস্থা গ্রহন।
অডিট ফি, ভ্যাট ধার্য ও আদায়।
সমবায় উন্নয়ন তহবিল আদায়
ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান।
সমবায় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী প্রেরণ।
অন্তবর্তী/নির্বাচন কমিটি নিয়োগ প্রস্তাব দাখিল।
সমবায় সমিতি পরিদর্শন
আশ্রয়ণ /আশ্রয়ণ ফেইজ- ২ আশ্রয়ণ-২ প্রকল্পের ঋণ
বিতরণ
৪। অত্র উপজেলার উল্লেখযোগ্য সমবায় সমিতিসমূহঃ
আর্যলক্ষী সমবায় সমিতি লিমিটেড।
দি বরিশাল অফিসার্স সমবায় সমিতি লিমিটেড
ইসলামমিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড
দি ষ্টিমার অফিসার্স সমবায় সমিতি লিমিটেড।
রাজারচর কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস